ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান, সাতে বাংলাদেশ

0

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য ঘোষিত ওয়ানডে র‌্যাংকিংয়ে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
গত ৫ মে নিউজিল্যান্ডকে চতুর্থ ওয়ানডেতে হারিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে গিয়েছিল পাকিস্তান।
কিন্তু ৭ মে সিরিজের শেষ ওয়ানডেতে কিউইদের বিপক্ষে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান হারায় বাবর আজমরা।
১১৬ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় পজিশনে আছে পাকিস্তান, তার ঠিক পরেই আছে প্রতিবেশী দেশ ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৫। বাংলাদেশ আছে সপ্তম পজিশনে, টাইগাদের রেটিং পয়েন্ট ৯৭।
১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ পজিশনে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১০১ রেটিং পয়েন্ট করে নিয়ে পাঁচ ও ছয় নম্বরে আছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
এশিয়ার উঠতি দল আফগানিস্তান আছে ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম পজিশনে। ৮০ রেটিং পয়েন্ট নিয়ে নবম পজিশনে আছে শ্রীলংকা। বিশ্বকাপের প্রথম দুই আসরের শিরোপা জয়ী ওয়েস্ট ইন্ডিজ ৭২ রেটিং পয়েন্ট নিয়ে আছে দশম পজিশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *